শীত বাড়বে ঢাকায়, ৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বৃহস্পতিবার রাতে তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় চলতি মৌসুমে রাজধানীতে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় দেখা মিলছে ঘন কুয়াশার, যা শীতের পরিস্থিতিকে আরও দৃশ্যমান করেছে।
রাজধানীতে শুক্রবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতার কারণে রাস্তাঘাট অন্যান্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা হলেও কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রাজধানী ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার সকালে সেটি নেমে আসে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন এ অবস্থা বিরাজ করবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। তার কয়েকদিন পর আবার তাপমাত্রা কমে যাবে।
এ ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমে জানান, নওগাঁ, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা ও নীলফামারী অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ দূর হলেও পঞ্চগড় ও যশোর অঞ্চলে নতুন করে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে।