ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১১:৪৬:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন আর নেই

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। দীর্ঘদিন ধরে ব্রঙ্কোনিউমোনিয়া রোগে ভোগা এই শিল্পী মঙ্গলবার ভোরে পরলোকে পাড়ি জমান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সুমিত্র সেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ২০২২ সালের ২১ ডিসেম্বর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়লে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
কিছুটা সুস্থ হলে গতকাল রাতে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু মঙ্গলবার ভোর চারটার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার সুমিত্রা সেন একটি পরিচিত নাম। তার দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে দারুন অবদান রেখেছেন। মায়ের পথে হেঁটে ছোট মেয়ে শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত চর্চা করে গেছেন। আর ইন্দ্রাণী সেন সব ধরনের গানে নিজের ছাপ ফেলেছেন।