ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১১:২০:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সর্বকালের সেরা সংগীতশিল্পীর তালিকায় লতা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘রোলিং স্টোন’-এর সর্বকালের সেরা ২০০ সংগীতশিল্পীর তালিকায় জায়গা পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর। মার্কিন ঐতিহাসিক ম্যাগাজিনটির তালিকার ৮৪তম স্থানে রয়েছে প্রয়াত এই সুর সম্রাজ্ঞীর নাম।
তালিকায় সেরা ২০ জন শিল্পী হলেন―

১. আরেথা ফ্র্যাংকলিন

২. হুইটনি হিউস্টন

৩. স্যাম কুক

৪. বিলি হলিডে

৫. মারিয়া কেরি

৬. রে চার্লস

৭. স্টিভি ওয়ান্ডার

৮. বিয়ন্স

৯. ওটিস রেডিং

১০. আল গ্রিন

১১. লিটল রিচার্ড

১২. জন লেনন

১৩. প্যাটসি ক্লাইন

১৪. ফ্রেডি মার্কারি

১৫. বব ডিলান

১৬. প্রিন্স

১৭. এলভিস প্রিসলি

১৮. সেলিয়া ক্রুজ

১৯. ফ্রাংক সিনাত্রা এবং

২০. মারভিন গেই

বিখ্যাত শিল্পীদের মধ্যে এই তালিকায় আরও রয়েছেন অ্যাডেল, পল ম্যাককার্টনি, ডেভিড বোভি, লুই আর্মস্ট্রং, আরিয়ানা গ্র্যান্ডে, লেডি গাগা, রিহানা, অ্যামি ওয়াইনহাউস, মাইকেল জ্যাকসন, নুসরাত ফাতেহ আলী খান, বব মার্লে, এলটন জন, টেলর সুইফট, ওজি অসবোর্ন, নিল ইয়াং, আইইউ, বোনো, ক্রিস্টিনা আগুইলেরা, বারব্রা স্ট্রিস্যান্ড, জাংকুক এবং বিলি ইলিশ প্রমুখ। 

সূত্র : হিন্দুস্তান টাইমস