ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৮:৪৭:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজও মেট্রোরেলে ওঠার দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ শনিবার (৭ জানুয়ারি) সাপ্তাহিক সরকারি ছুটির দিন। সকালে শীত উপেক্ষা করে সকাল থেকেই মেট্রোরেলের সামনে দেখা গেছে যাত্রীদের ভিড়। অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির দিনকে কেন্দ্র করে পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিতে এসেছেন তারা। গত কয়েক দিনের তুলনায় তাই যাত্রীদের চাপ ছিল অনেকটাই বেশি। 
আজ সকালে রাজধানীর আগারগাঁও এবং উত্তরা মেট্রো স্টেশন ঘুরে দেখা গেছে, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী নারী-পুরুষ, কিশোর-তরুণ উৎসাহ-উচ্ছ্বাস নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করছেন। যাদের এমআরটি পাস রয়েছে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে না। যারা সিঙ্গেল যাত্রার জন্য ভ্রমণ করতে এসেছেন তাদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর মেট্রো স্টেশনে ঢুকতে হচ্ছে।

শ্যামলী এলাকা থেকে মেট্রোরেলে চড়তে আসেন শফিকুর রহমান। তিনি বলেন, আজ ছুটির দিন। তাই পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়েছি। মেট্রোরেলে চড়ব সবাইকে নিয়ে, তাই এসেছি।
সরেজমিন ঘুরে দেখা যায়, আগারগাঁও মেট্রো স্টেশনের চেয়ে তুলনামূলকভাবে বেশি চাপ ছিল উত্তরা মেট্রো স্টেশনে। সেখানে ছিল দীর্ঘ লাইন। কিছু সময় পর পর মেট্রোরেল প্ল্যাটফর্মে ঢোকার জন্য দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেট খুলে দিচ্ছিলেন। গেট দিয়ে যাত্রীরা প্ল্যাটফর্মে ঢুকে আবার টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়ছেন। যারা আগারগাঁও থেকে ভ্রমণ করে উত্তরা এসেছেন, তারাই আবার মেট্রোরেলে করে আগারগাঁও যাওয়ার জন্য প্ল্যাটফর্মে ঢুকতে লাইনে দাঁড়াচ্ছেন। ছুটির দিন হওয়ায় মূলত আজ বেড়াতে আসা যাত্রীদের ভিড় বেশি বলে জানান যাত্রীরা।