ফেসবুকে এবার ডেটিং সার্ভিস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ০২:৪৬ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে এবার ডেটিং সার্ভিস চালু করতে যাচ্ছে।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, ২০১৮ সাল হতে যাচ্ছে তাদের জন্য একটি বিশেষ বছর। এ বছর ব্যবহারকারীদের জন্য যেসব নতুন সেবা চালু করা হচ্ছে, তার মধ্যে রয়েছে সঙ্গী খোঁজার একটি ডেটিং সার্ভিসও।
এই যুগল মেলানোর সেবা নিতে হলে ব্যক্তিগত অনেক কিছু শেয়াার করতে হবে এবং খুব তাড়াতাড়ি সেটা চালু হবে। সেখানে ব্যবহারকারীরা একে অন্যকে বার্তা পাঠাতে পারবেন।
জাকারবার্গ আরো বলেন, ‘ফেসবুকে ২০ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা নিজেদের সিঙ্গেল বা সঙ্গী ছাড়া বলে উল্লেখ করেছেন। এখন আমরা যদি তাদের জন্য একটি সার্থক সম্পর্ক তৈরি করে দিতে পারি, তা সবার জন্যই অর্থপূর্ণ হবে।
ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে সর্বোচ্চ সমালোচনার তোপে রয়েছে ফেসবুক। তবে জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, এরকম আর ঘটবে না। সেটি ঠেকাতে বেশ কয়েকটি পদক্ষেপের কথাও তিনি জানিয়েছেন।