ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৭:২৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে গায়ে আগুন লাগিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত নারীর নাম মারিয়া (২৭)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই গৃহবধূর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, গত শুক্রবার (৬ জানুয়ারি) সকালে অগ্নিদগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আইসিইউর ১৫ নম্বর বেডে তার মৃত্যু হয়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিলো।

নিহতের স্বামী মাসুম বলেন, আমাদের দুই ছেলে, এক মেয়ে। আমি ব্যবসা করি। গত শুক্রবার বরিশাল যাচ্ছিলাম। পথে খবর পাই ভোরে আমার স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। দ্রুত আমি তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়।

তিনি আরও বলেন, সব পরিবারেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকতে পারে। কিন্তু তার সঙ্গে এমন কিছুই হয়নি যে সে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে পারে।