ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৩:৪৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউটিউব শর্টস ভিডিও থেকে আয়ের সুযোগ

প্রযুক্তি ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বোনাসের পর এবার শর্টস ভিডিও মনিটাইজেশনের সুযোগ দিচ্ছে ইউটিউব। আসছে ফেব্রুয়ারিতে শর্টস ভিডিও থেকে আয়ের সুযোগ পাওয়া যাবে।

টিকটককে টেক্কা দিতে ইউটিউব শর্টস ভিডিও ফিচার চালু করে। ১৫ সেকেন্ডের শর্টস ভিডিও মনিটাইজ করবে গুগলের এই ভিডিও শেয়ারিং সাইট। 


ইউটিউব জানিয়েছে, ইতোমধ্যেই শর্টস থেকে আয় করা যাচ্ছে। অন্যসব ইউটিউব ভিডিওর মতোই শর্টস ভিডিও বানিয়ে আয় করা যাবে। অর্থাৎ শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। তবে ভিডিও হতে হবে ১৫ সেকেন্ডের। ১৫ সেকেন্ডের কম ভিডিও আপলোড করলে ইউটিউব বিজ্ঞাপন প্রদর্শন করবে না। ফলে আয়ও করা যাবে না। 

মূলত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ইউটিউব শর্টস থেকে আয়ের সুযোগ মিলবে। প্রথমত চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হতে হবে। দ্বিতীয়ত দর্শকরা শর্টস ভিডিওগুলো কতক্ষণ দেখছেন তার উপরে নির্ভর করবে রোজগার। দর্শকরা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আয় হবে।

শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে। শর্তাবলী না মানলে ইউটিউব শর্টস থেকে রোজগার করা যাবে না।