বন্ধ হচ্ছে সমালোচিত ক্যামব্রিজ অ্যানালিটিকা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২২ এএম, ৫ মে ২০১৮ শনিবার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বহুল সমালোচিত রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা বন্ধ হয়ে যাচ্ছে। এই কনসালটেন্সি ফার্মটিই ছিল ফেসবুকের ব্যবহারকারীদের তথ্য বিক্রি কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে।
রাজনৈতিক ক্লায়েন্টদের হয়ে বৈধ-অবৈধ সব পথে জনগণের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের তথ্যও যোগাড় করেছিল এরা। ফেসবুক একটি কুইজ অ্যাপের মাধ্যমে প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে বেচে দেয়ার কথা ইতোমধ্যে স্বীকারও করেছে। তবে তথ্যগুলো কীভাবে ব্যবহার হচ্ছে বা হবে তা নিয়ে মাথা ঘামায়নি।
অভিযোগ, ক্যামব্রিজ অ্যানালিটিকা সেই কোটি কোটি ব্যবহারকারীর তথ্য নিয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এবং যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোট প্রভাবিত করার কাজে ব্যবহার করেছিল।