১৩ জনের শরীরে কারোনার সংক্রমণ পাওয়া গেছে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার

প্রতীকী ছবি
গত ২৪ ঘন্টায় দেশে আরো ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। এ সময় ২ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৪১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১৬৬ জন।