মনে ভয় কাজ করছে: রোজিনা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
চিত্রনায়িকা রোজিনা
চিত্রনায়িকা রোজিনা; ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। গত বছর এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ছবি পরিচালনায়। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়।
প্রথম সিনেমায় রোজিনা সহশিল্পী হিসেবে বেছে নিয়েছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ বেশ কিছু সিনেমায়। তাদের সবশেষ কাজ ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি নাটকে। তাও বছর দশেক আগে।
এবার রোজিনা পরিচালিত ও অভিনীত প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৩ মার্চ। ছবিটি কিছুদিন আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রথম সিনেমা মুক্তির আগেই রোজিনা জানালেন, খুব শিগগিরই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করবেন তিনি। এখানেও থাকবে নানা চমক।
‘দোলনা’ খ্যাত অভিনেত্রীর ভাষ্য, ‘আমার প্রথম পরিচালিত ছবি আগামী ৩ মার্চ মুক্তি পাবে। আগামী মাস থেকেই ছবির প্রচারণা শুরু করব। আর আমি মনে করি, প্রচারণা ছবিরই একটি অংশ। তাই এখানে অনেক চমক রাখতে চাচ্ছি। বেশ কিছুদিন ধরেই ছবিটির প্রচারণা কেমন হবে- তা নিয়ে পরিকল্পনা করছি। আর এখানে বেশ কিছু চমকও রাখতে চাই, শত হলেও এটি আমার পরিচালিত প্রথম ছবি।’
দ্বিতীয় সিনেমা নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘নতুন আরও একটি গল্প নিয়ে কাজ করছি। “ফিরে দেখা” মুক্তির পর সেটির কাজ শুরু করব। প্রথম ছবির গল্প হিসেবে একটি সত্য ঘটনাকে বেছে নিয়েছি। দ্বিতীয় ছবির গল্পটিও তাই হবে। আশা করি, গল্পগুলো সবার ভালো লাগবে।’
রোজিনা বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে অনেক যুগ কাটিয়েছি। এতো বছর পর নির্মাণ করার সাহস দেখিয়েছি। আমি নিজের শতভাগ দিয়ে কাজটি করেছি। কোথাও কমতি রাখিনি। প্রতিটি মানুষ তো আর শতভাগ পরিপূর্ণ না। প্রথম ছবিতে ভুল থাকতে পারে। তবে আমার ছবি যারা দেখেছেন (সেন্সর বোর্ডের সদস্যরা) তারাই প্রশংসা করেছেন। তারপরও কিন্তু আমি সন্তুষ্ট না। মনের ভেতরে অনেক ভয় কাজ করছে। যখন ভক্ত-দর্শকরা ছবিটি দেখে বলবে, “হ্যাঁ, ছবিটি সুন্দর হয়েছে’। তখনই সেই ভয় কাটবে। আর আগামীতে আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাব।’
‘ফিরে দেখা’ সিনেমাতে ইলিয়াস কাঞ্চন ও রোজিনার পাশাপাশি আরও অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও স্পর্শিয়া। ছবির শুটিং হয়েছে রাজবাড়ী জেলার পদ্মা তীরবর্তী এলাকায়।