গাছে-গাছে আমের মুকুল
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪১ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
মাঘের শুরুতে বগুড়া জেলার আম বাগানগুলোতে গাছে-গাছে এখন মুকুল আসতে শুরু করেছে। বগুড়া বিএডিসির হর্টিকালচারের উপ-পরিচালক আব্দুর রহিম বলেন- মাঘেই আমের মুকুল ফুটবে এটি স্বাভাবিক নিয়ম। তা ছাড়া ফাল্গুনে আমের গুটি বাঁধবে না।
তিনি জানান- দেশে এখন সব ধরনের ফলের চাষ বেড়েছে। ফল চাষে দেশে এক রকম বিপ্লব ঘটিয়েছে ফলের চাষিরা। এরমধ্যে আমের চাষও বেড়েছে জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ১২৮ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। জেলায় এখন বিভিন্ন জাতের আমের চাষ হচ্ছে। এখানকার আমও সুমিষ্ট। জেলার আমচাষীরা দেশের প্রধান-প্রধান আম উৎপাদন অঞ্চল থেকে চারা সংগ্রহ করছে। তাতে ভাল ফল মিলছে। আম গাছে মুকুল আসার আগেই একবার ওষুধ স্প্রে করতে হয় । মুকল বের হওয়া সময় ছত্রাক নাশক ওষুধ স্প্রে করতে হয়। এরপর আমের গুটি বাঁধলে এক বার, আম যখন আরো বড় হবে তখনও ছত্রাক নাশক ওষুধ স্প্রে করতে হবে।
মৌমাছিও মধু সংগ্রহ করার জন্য আমের মুকুলে গুন-গুন গান ধরেছে। আমের মুকুলের সৌরভে বাগানে মৌ-মৌ গন্ধ বাতাসে ছড়াচ্ছে। এখন আর আম চাষ শুধু রাজশাহী , যশোর ও মেহেরপুর, নওগাঁর মধ্যে সীমাবদ্ধ নেই। আমের বাগান দেশে বিস্তৃতি লাভ করেছ বলে জানালেন- হর্টিকালচার বিভাগের কর্মকর্তারা। তারা আরো জানান- দেশে ফলের উৎপাদন বাড়লে মানুষ বিদেশি ফল থেকে মুখ ফিরিয়ে নেবে। এখন জেলায় আমের বাগান ছাড়াও মিশ্র ফলের বাগানে আমের চাষ করছে।