ঢাকা, সোমবার ১০, মার্চ ২০২৫ ১১:০৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে এইডস রোগী ৯৭০৮ জন : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে দেশে ৯ হাজার ৭০৮ জন এইচআইভিতে আক্রান্ত বা এইডস রোগী রয়েছেন বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, বর্তমানে এইচআইভি শনাক্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। তাদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৬ হাজার ৭৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮২০ জন।

এইডস রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি আক্রান্তদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। আটটি এনজিও প্রতিষ্ঠান থেকে ওষুধ ব্যবহারকারীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

এ ছাড়া সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।