ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৬:৩৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাসের ধাক্কায় নাদিয়ার মৃত্যু: সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ওই সড়কে যান চলাচাল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে আবারও যান চলাচল শুরু হয়।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক বলেন, আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে আজকের মতো শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেছে। তারা চলে যাওয়ার পর বিমানবন্দর সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ রয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন।

এর আগে রোববার দুপুর পৌনে ১টায় নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান।