ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৫:৩৭:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার

আজ থেকে পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল

আজ থেকে পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল

রাজধানীর পল্লবীবাসীর জন্য খুলে গেলো স্বপ্নের মেট্রোরেলের দরজা। আজ থেকে যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন। আগে উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন ট্রেন চালুর পর এক মাসের কম সময়ের মধ্য চালু হলো এ স্টেশনটি। 

আজ বুধবার সকাল ৮টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশন থেকে যাত্রী নিয়ে আগারগাঁও উদ্দেশ্য ছেড়ে যায় মেট্রোরেল। 

জানা গেছে, পর্যায়ক্রমে যাত্রীসেবায় সবগুলো স্টেশন চালু করবে কর্তৃপক্ষ। 

যাত্রীদের নিরাপদ ও কম সময়ে গন্তব্য পৌঁছাতে সকাল ৮টায় পল্লবী স্টেশনের তিনটি দরজা খুলে দেয়া হয় যাত্রীদের জন্য। তবে, প্রথম দিকে মেট্রোরেলে যাত্রার জন্য যেমন ভীড় ছিলো তেমনটা ছিলোনা আজ। 

যাত্রীরা জানান,  তারা খুবই আনন্দিত। এখন মিরপুর থেকে উত্তরা যেতে সময় ও অর্থ দুই-ই বাঁচবে তাদের।

যাত্রীরা সহজেই নিজের টিকেট কেটে প্রবেশ করেছেন স্টেশনে। যানজটের এ শহরে মেট্রোরেল তাদের জন্য আর্শীবাদ বলেও জানান তারা।

আগারগাঁও আসার পর আবারও পুরোনো স্মৃতিতে ফিরে যান যাত্রীরা। বলেন, পুরোপুরি চালু না হলে ভোগান্তি থেকেই যাচ্ছে। 

পর্যায়ক্রমে বাকী স্টেশনগুলো যাত্রীদের জন্য উন্মুক্ত হবে বলে জানান অপারেশন ম্যানেজার। তিনি বলেন, যে স্টেশনের কাজ আগে শেষ হবে সেটিই চালু হবে। 

যাত্রী আগের চেয়ে কমেছে তবে, সবগুলো স্টেশন চালু হলে চাপ বাড়বে বলেও জানান এ কর্মকর্তা।