ভারত : নারীদের ট্রেনের ২৬ বছর
আজম বেগ
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:০১ পিএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ০১:০৬ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
২৫ বসন্ত পেরিয়ে ২৬-এ পা দিলো ভারতিয় লেডিজ স্পেশাল ট্রেন। ১৯৯২ সাল৷ ৫ মে অর্থাৎ আজকের দিন৷ ভারতীয় রেল মন্ত্রনালয়ের উদ্যোগে প্রথম চালু হয় প্রতিদিনের নারী যাত্রীদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস। সেই থেকে আজও চলছে এই ট্রেন।
রাজধানী নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন প্রান্তে চালু রয়েছে নারীদের জন্য বিশেষ ট্রেন। কলকাতা এবং শহরতলিতে এই ট্রেন আবার ‘মাতৃভূমি’ নামে পরিচিত। এই ট্রেনকে ঘিরে আবার নানা বিতর্কও হয়েছিল। আজকের দিনটি সেই বিশেষ ট্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১৯৯২ সালের ৫ মে প্রথম ট্রেনটির যাত্রাপথ ছিল চার্চগেট থেকে বোরিভালি পর্যন্ত৷ ২০১৮ তে ট্রেনটির ২৬ বছর পূর্ণ হল৷ যা অবশ্যই একটি মাইলফলক৷ পশ্চিম রেলমন্ত্রনালয় প্রথম উদ্যোগটি নেয়৷ ১৯৯৩ সালে ট্রেনটির যাত্রাপথ বাড়িয়ে ভিরার অবধি করা হয়৷
নারীদের যাতায়াত ব্যবস্থাকে সুরক্ষিত এবং আরামদায়ক করাই ছিল এর মূল লক্ষ্য৷ পূর্বে সাধারণ রেলের কামরায় মহিলা কামরা সংযোজনের কথা ভাবা হয়েছিল৷ কিন্তু, বিবিধ কারণ বশত সেটি সম্ভব হয়নি৷ মহিলা বিশেষ ট্রেনের উদ্যোগটি নিত্য যাত্রীদের জন্য আশীর্বাদ বলে প্রমাণিত হয়৷ দেশের বিভিন্ন প্রান্তের শহরতলিতে ২৬ বছরের বেশি সময় ধরে অবিরাম পরিষেবা দিয়ে চলেছে ট্রেনগুলি৷
নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করতে ভারতীয় রেল মন্ত্রক নিত্যনতুন ব্যবস্থা গ্রহণ করে চলেছে৷ অনেক নারী কামরায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে৷ ধারাবাহিকতাকে বজায় রেখে গত বছর আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিম রেল মন্ত্রনালয় Talk-back সিস্টেমটি চালু করেছে৷ সিস্টেমটির মধ্যে দিয়ে প্রতি দিনের নারী যাত্রী ও ট্রেনের গার্ডের মধ্যে একটি যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে৷ যেখানে নারী কামরায় কোন মেডিকেল ইস্যু বা বিপদ হলে বাটন প্রেস করে বিপদ সংকেত সরাসরি জানানো যাবে৷