ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৪:২৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একুশে বই মেলায় চতুর্থ দিন নতুন বই এসেছে ১১৩টি

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিন শনিবার (৪ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১১৩টি। ‘স্মরণ : ড. আকবর আলি খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান দিয়ে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চ শুরু হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুল ইসলাম ভুঁইয়া।

মোহাম্মদ সাদিক এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মো. মোফাকখারুল ইকবাল, ফারুক মঈনউদ্দীন এবং কামরুল হাসান।

পরে ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন ফারুক হোসেন, আবদুল বাছির, ইসহাক খান ও আফরোজা সোমা।


সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি অসীম সাহা, অঞ্জনা সাহা ও ফরিদ কবির।

আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, মিজানুর রহমান সজল ও অলোক কুমার বসু। এ ছাড়া ছিল গোলাম কুদ্দুছ-এর নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা’র পরিবেশনা।

সংগীত পরিবেশন করেন শিল্পী দিল আফরোজ রেবা, চন্দনা মজুমদার, আব্দুল লতিফ শাহ এবং শাহ আলম দেওয়ান।