ঢাকা, রবিবার ০৯, মার্চ ২০২৫ ১১:২৩:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন তিনজন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন ঢাকার। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকা ১৭ জন এবং ঢাকার বাইরে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৪ জন। এরমধ্যে ঢাকায় ৩০৯ জন এবং ঢাকার বাইরে ৩৩৫ জন। এ সময় সুস্থ হয়েছেন ৫৮৭ জন এবং মৃত্যু হয়েছে আটজনের।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয় ২৮১ জনের।