ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১:৪৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জমে উঠেছে বই মেলা, বিক্রিও বাড়ছে

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকালে শিশু প্রহরের পাশাপাশি দিনব্যাপী প্রিয় লেখকের পছন্দের বই সংগ্রহে ছুটির দিনে ভিড় ছিলো অমর একুশে গ্রন্থমেলায়। বই কেনাবেচা বাড়ছে, তবে লেখকরা বলছেন বাংলা সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অনুবাদে গুরুত্ব  দিতে হবে।

শনিবার ছুটির দিন। বন্ধ স্কুল, সকালে তাই বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে বই মেলায়।

একজন অভিভাবক বলেন, "আজকে বাচ্চাও ফ্রি আমিও ফ্রি, ও আসতে চাচ্ছিলো, তাই ওর সাথে সময় কাটাতেই বইমেলায় এসেছি।" 

টুকটুকি, হালুম ইকরিদের নাচ গানে মুগ্ধ তারা। নতুন বই হাতে পেয়ে আরো খুশি এসব খুদে পাঠকরা। 

বিকেলে পাঠকরা দলে দলে আসতে থাকেন মেলায়। স্টল প্যাভিলিয়নে সাজানো নতুন বইয়ের মলাট খুৃলে দেখেছেন অনেকেই, পছন্দ হলেই কিনে নিচ্ছেন নিজের ও আপনজনের জন্য।

প্রকাশক বিক্রেতারাও সন্তুষ্ট বিক্রি নিয়ে। গল্প কবিতা উপন্যাসের পাশাপাশি ননফিকশন বই ভাল চলছে।

নতুন লেখকরাও আশাবাদি তাদের বই নিয়ে। অনেকেই তুলে ধরেছেন বইয়ের বিষয়বস্তু। 

বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে উদ্যোগ নেয়ার আহবান লেখকদের। 

১১তম দিনে নতুন ১৯১টিসহ এপর্যন্ত ১২১৬ টি বই এসেছে এবারের মেলায়।