রাজধানীর বায়ুর মানে উন্নতি হলেও এখনো অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বেশ কিছু দিন ধরেই বায়ুদূষণের শীর্ষস্থান ধরে রেখেছে রাজধানী ঢাকা। তবে কিছুটা ব্যতিক্রম ঘটেছে আজ রোববার। এদিন রাজধানীর বায়ুর মান কিছুটা উন্নত হয়েছে।
রোববার সকাল আটটায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) ১৯০ স্কোর নিয়ে বায়ু দূষণে শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে ১৭৪ স্কোর নিয়ে রাজধানী ঢাকা রয়েছে তালিকার ষষ্ঠস্থানে।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর (স্কোর ১৮১)। আর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতের মুম্বাই। চতুর্থ স্থানে আছে চীনের শহর শেনইয়াং, স্কোর ১৭৭। পঞ্চমে সার্বিয়ার বেলগ্রেড (স্কোর ১৭৫)।
ঢাকায় এ বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কেটেছে নগরবাসীর জীবন। এ মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে রোববারের ঢাকার বায়ু মান অস্বাস্থ্যকর।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
সিএনএস ডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর/