ঢাকা, শনিবার ২৮, ডিসেম্বর ২০২৪ ২:০৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভূমিকম্পের ১০ দিন পর কিশোরীকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এ এক অলৌকিক ঘটনা, তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন আগে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, আলেয়েনা ওলমেজ নামের এক কিশোরীকে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাস এলাকা থেকে উদ্ধার করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের আনতাকিয়া শহরে ২২৮ ঘণ্টা পর এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আনতাকিয়ায় উদ্ধার ওই নারীর নাম ইলা। তার দুই সন্তান মেসাম ও আলী। একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়া ও তুরস্কে সবশেষ মৃতের সংখ্যা জানা গেলেও এই দুই দেশে ঠিক কী পরিমাণ মানুষ নিখোঁজ, তা এখনো জানা যায়নি। গত মঙ্গলবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই মৃত্যু ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া আরও ১ লাখ ৫ হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ১৩ হাজার মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।