ঝিনাইদহে তিন দিনব্যাপী লালন উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শুরু হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহর ৩ দিনব্যাপী স্মরণ উৎসব। লালন স্মরণোৎসব উপলক্ষে সেখানে জড়ো হয়েছেন সাধু ভক্ত অনুসারীরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হরিশপুর লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উৎসব উদ্বোধন করা হয়।
উৎসবে লালনের জীবনদর্শন নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, লালন গবেষক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার, লোক শিল্পী আব্দুল লতিফ শাহসহ অন্যান্যরা।
সন্ধ্যায় আলোচনা শেষে পরিবেশন করা হয় লালনের রচিত গান। গান উপভোগ করেন বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা।
উৎসবে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত অবধি লালনের রচিত গান পরিবেশ করা হবে। এছাড়াও উৎসব উপলক্ষে বসেছে গ্রামীণ মেলার।