ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে ঢাকা। বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৬৩। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া তালিকায় ২২৪ স্কোর নিয়ে প্রথম অবস্থানে পাকিস্তানের লাহর। ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। স্কোর ১৭৪ নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের আরেক শহর মুম্বাই।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।