ডেঙ্গু আক্রান্ত আরও দুজন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া দুজনই ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন। মারা গেছেন ৯ জন।
উল্লেখ্য, গত বছরে সারাদেশে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।