বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়নি, কাল ফের চেষ্টা
ডেস্ক প্রতিবেদন
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:০২ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:০৫ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার
শেষ পর্যন্ত অপেক্ষা প্রহর হইল না শেষ। প্রতীক্ষার প্রহর আরও একদিন বাড়লো। বাংলাদেশ সময় ভোর ৩টা ৪৭ মিনিটে মহাকাশ যাত্রা শুরুর সব প্রস্তুতির পরও আপাতত মহাকাশের যাত্রা শুরু করতে পারলোনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মঞ্চে উঠেও ওড়া হলো না আজ। বিশ্বের ৫৭ তম স্যাটেলাইটধারী দেশ হিসেবে নাম লেখানোর অপেক্ষার পালা তাই আরও একদিনের জন্য দীর্ঘায়িত হল।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ স্থগিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা ২টা ২২ মিনিটে ও সর্বশেষ ৩টা ৪৭ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে উপগ্রহটি বহনকারী রকেট ফ্যালকন-৯-এর মহাকাশের পথে উড়াল দেয়ার কথা ছিল।
পূর্ব নির্ধারিত বিকল্প ব্যাকআপ উইন্ডো হিসেবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ভোর ৪টা ১৪ পর্যন্ত আবার উৎক্ষেপণের প্রস্তুতি শুরু হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্পেস এক্সের সরাসরি সম্প্রচারে উৎক্ষেপণ স্থগিত হয়েছে জানিয়ে বলা হয়, ফ্যালকন রকেট এবং স্যাটেলাইটে কোন সমস্যা নেই। তাহলে কেন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হলো না তার কোন নির্দিষ্ট কারণ লাইভ সম্প্রচারে জানানো হয়নি।
ইন্টারনেট ব্যবহার, সামাজিক মাধ্যমে বাংলাদেশকে আপাতত ডিজিটাল বলা গেলেও মহাকাশে স্যাটেলাইট পাঠানোর অভিজ্ঞতা সরকার এবং দেশের জনগণের জন্য একেবারেই নতুন। তাই বারবার উৎক্ষেপণের তারিখ পেছানো নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। জনমনে সংশয় , দু:শ্চিন্তা বাড়তে থাকে।
স্যাটেলাইট উৎক্ষেপণে সবচেয়ে বড় ঝুঁকিটি হচ্ছে প্রতিকূল আবহাওয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে ফ্যালকনের ৪ মে উড়াল দেয়ার পথেও সব চেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আবহাওয়া। প্রতিকূল পরিবেশের কারণে স্পেস শাটলের মতো জটিল ও সুক্ষম সার্কিটের মহাকাশ যানের উৎক্ষেপণ পিছিয়ে যাওয়াকে স্বাভাবিক বলেই মনে করে নাসা।
২০১৫ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি চুক্তি অনুসারে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের সময় ছিল ২০১৭ সালে। কিন্তু ২০১৭ সালে তারিখ ঠিক করেও একবার দুইবার নয়, ছয়বার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের তারিখ পিছিয়েছে। সর্বশেষ আশাকরাহয়েছিল ১০ মে (বাংলাদেশ সময় ১১ মে, রাত ৩ টা) বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে মহাশূন্যে উড়বে স্পেস এক্সের ফ্যালকন নাইন।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ২টা ২০ মিনিট) স্যাটেলাইটটি আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ মিনিটের উৎক্ষেপণ পুরোপুরিভাবে কম্পিউটার নিয়ন্ত্রণ করে। কম্পিউটার স্বাভাবিক হিসেব-নিকেশের বাইরে কিছু দেখলেই উৎক্ষেপণ বাতিল করে দেয়। আজকে উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে তা বাতিল করা হয়। স্পেসএক্স সবকিছু পর্যবেক্ষণ করে আগামীকাল একই সময়ে উৎক্ষেপণের আয়োজন করবে। মহাকাশযান উৎক্ষেপণের জন্য এটা খুবই সাধারণ ঘটনা এবং এত বড় ঝুঁকি নেওয়াটা কাম্য নয়।’