ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১:৫০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজনীতিতে খালেদা জিয়ার ৩৪ বছর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৪২ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

১৯৮৪ সালের ১০ মে, কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দীতায় বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর থেকে আজ পর্যন্ত দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের দায়িত্বে থাকার পাশাপাশি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক এই প্রধানমন্ত্রী পুরান ঢাকার কারাগারে বন্দি আছেন।


কারাবন্দী এ নেত্রীর রাজনীতির ৩৪ বছর উদযাপনে আজ শুক্রবার নয়াপল্টনে দলের কার্যালয়ে কর্মসূচি পালন করবে বিএনপি। তার রাজনীতি, সংগ্রাম ও সফলতা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতির ৩৪ বছরপূর্তি উপলক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে একটি বিশেষ দিন। এই দিনে দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আসেন। তিনি রাজনীতিতে আসার পর থেকে দেশ এবং গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন।’


খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহবান জানিয়ে মির্জাফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।’