নারী চিকিৎসককে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগে গভীর রাতে প্রাইভেট কারে তুলে এক নারী চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজমুল ও হাসান নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুরান ঢাকার লালবাগ বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই নারী। তিনি নিজেকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক বলে দাবি করেন।
এ ঘটনার একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেছেন, পূর্বপরিচিত ব্যক্তিরা হামলা চালিয়ে তার গাল, কপাল, গলা ও বাঁ হাতের বাহুতে জখম করেন। বাহুতে জখমস্থলে সেলাই করার স্থানটিও তিনি দেখিয়েছেন।
ভিডিওতে ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে দায়িত্ব পালন শেষে রিকশায় লালবাগে নিজের বাসায় ফিরছিলেন। সঙ্গে তার ছোট ভাইও ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তার রিকশার গতি রোধ করে। নাজমুল ও আকাশ নামের দুজন গাড়ি থেকে নেমে তাকে রিকশা থেকে টেনে নামান। তখন গাড়ির ভেতরে ছিলেন হাসান ও মশিউর। তারা সবাই তাঁর পূর্বপরিচিত। তিনি চিৎকার দিলে তাকে মারধর করা হয়। এর আগেই তার ভাইকে লাথি দিয়ে রিকশা থেকে ফেলে দেওয়া হয়। অন্ধকার রাস্তায় গাড়িটি এগিয়ে চলছিল। একপর্যায়ে তারা লালবাগ থানার কাছে পৌঁছান। সেখানে তাকে মারধর ও শ্লীলতাহানি করে ‘দুর্বৃত্তরা’। এ সময় তিনি গাড়ির দরজা খোলেন এবং গাড়ি থেকে পড়ে যান। আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওই নারী ভিডিওতে আরও জানান, তার এক আত্মীয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন হাসান। তখন তার ‘চুরির ঘটনা’ ধরিয়ে দেন ভুক্তভোগী। এ নিয়ে শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা হয়। এ কারণে তাঁর ওপর ক্ষিপ্ত হাসান। তিনি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই কাণ্ড করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এমনটা ঘটেছে। তবে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা এখনও পাওয়া যায়নি। আর ওই নারী নিজেকে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু প্রতিষ্ঠানটি বলছে, তিনি চিকিৎসক নন। চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।
তিনি জানান, এ ঘটনায় গাড়ি ব্যবসায় যুক্ত মো. হাসান ও তাঁর প্রবাসী বন্ধু নাজমুলকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।