শিশুতোষ ছড়া
গোলাম নবী পান্না
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:১২ এএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

রাতের আকাশ তারার মেলা,
চাঁদ জুড়ে দেয় আলোর খেলা।
জোনাক জ্বলে ঝিকিমিকি,
ঝিঁঝিঁ পোকাও ডাকে ঠিকই।
জলে-স্থলে লাফিয়ে ঠ্যাঙ---
ব্যাঙ ডেকে যায় ঘ্যাঙর ঘ্যাঙ।
শুনে এসব খোকন সোনা
রাতের প্রহর চলছে গোনা।
আঁচল ছায়া মায়ের আদর,
পেয়ে এমন সুখের চাদর---
সেই চাদরে মুড়িয়ে শেষে,
ঠাঁই করে নেয় ঘুমের দেশে।
ঘুম ঘুম ঘুম ঘুমের ঘোরে---
আলসেমি ঘুম কাটে ভোরে।