ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
যতোই দিন যাচ্ছে নগরবাসি দূর্বিসহ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জীবন যাপন করছেন। নগরীর বাতাসের উন্নতি নেই! বাতাস নিম্নমানের দিক থেকে আইকিউএয়ারের তালিকায় টানা গত চারদিন শীর্ষে থাকা ঢাকা সোমবার (৬ মার্চ) শীর্ষ ১০ থেকে বের হতে পেরেছে।
সোমবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ রেকর্ড করা হয়েছে। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিকে সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের তথ্য বলছে, জানুয়ারি মাসে একদিনের জন্যও অস্বাস্থ্যকর অবস্থা থেকে নামেনি ঢাকার বায়ু। বরং বেশ কয়েকদিনই ঢাকার বায়ুমান ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে। এর ধারাবাহিকতা চলছে ফেব্রুয়ারি ও মার্চ এর ৬ তারিখ পর্যন্ত চলমান আছে।
১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
তবে একিউএয়ারের তথ্য বলছে, ২৫৩ একিউআই স্কোর নিয়ে শীর্ষ অবস্থান করছে চীনের রাজধানী বেইজিং, ১৮১ স্কোর নিয়ে দ্বিতীয় থাইল্যান্ডের চিয়াংমাই। ১৮০ স্কোর নিয়ে তৃতীয় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই, চতুর্থ পাকিস্তানের লাহোরের এবং পঞ্চম স্থানে থাকা পশ্চিমবঙ্গের করাচির স্কোর ১৭৯। মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
একিউএয়ারে তথ্যে উঠে এসেছে ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।