ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২:৪২:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্ঘটনা রোধে আরও দায়িত্বশী হতে হবে: রওশন এরশাদ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার

রওশন এরশাদ। ফাইল ছবি

রওশন এরশাদ। ফাইল ছবি

রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার তার সহকারী একান্ত সচিব মামুন হাসানের পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় রওশন এরশাদ বলেন, ‘সচেতনতা, সাবধানতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। কিন্তু হতাশাজনক হলো- ভবন মালিক ও ব্যবহারকারী হিসেবে আমরা সচেতন নই। নজরদারির ক্ষেত্রে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীলতা দরকার।’

তিনি আরও বলেন, ‘যে কোনো দুর্ঘটনা জীবন ও সম্পদবিনাশী। দেশে প্রায়ই নানা ধরনের দুর্ঘটনা ঘটলেও এ ব্যাপারে করণীয় নির্ধারণ ও কার্যকর ব্যবস্থা, উদ্ধার প্রক্রিয়া আরও তরান্বিত করা প্রয়োজন। এ ব্যাপারে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন।’

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।