বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১০ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, চিকিৎসাধীন ১০ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয় বলছি। কারণ, কারও শরীরের ৮০ ভাগ, কারও ৯০ ভাগ; কারও ৫০ ভাগ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। এ জন্য আমরা কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।
তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনের বার্ন না থাকায় ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে। আর যে ১০ জন আছে তার মধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সাপোর্টে আছে। আর বাকিরা আছেন এসডিইউতে।