ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৮:২৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মায়ের জন্য একান্ত কিছু

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৮:১২ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

মা, মানুষের জীবনের সবচেয়ে প্রিয় ও কাছের একজন, অনেক বড় সম্পদ। তাই মায়ের প্রতি ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। কিন্তু একটি দিন বিশেষভাবে মাকে নিয়ে পালন করা দোষের নয়। মা দিবসে মায়ের জন্য সন্তানের পক্ষ থেকে এমন কিছু উপহার মাকে দেওয়া যায় যাতে মা একটু অবাক হন বৈকি...।

 

প্রতিজ্ঞা : মা দিবসে মাকে উপহার দিবে পারেন ‘প্রতিজ্ঞা"’। এটা আবার কেমন উপহার। কিন্তু এই জিনিসটাই হয়তো মায়ের সঙ্গে আপনার বন্ধনটা আরো শক্তিশালী করবে। আমাদের সবারই এমন কিছু না কিছু স্বভাব বা কাজ আছে, যা মা অপছন্দ করেন। সে চায় আমরা সেটা থেকে দূরে থাকি। বা এমন হতে পারে কোনো একটা কাজ বা আচরণ মায়ের খুব পছন্দের কিন্তু কোনো না কোনো কারণে সেটা আমরা করি না। তাই মায়ের পছন্দের কোনো কাজ করা বা অপছন্দের কিছু ত্যাগ করার প্রতিজ্ঞা হোক মা দিবসে মায়ের জন্য সন্তনের অসামান্য উপহার। মাকে জড়িয়ে ধরে বা মায়ের হাতের ওপর হাত রেখে প্রতিজ্ঞা করতে পারেন।

 

সময় : নাগরিক জীবনের ব্যস্ততার যেন শেষ নেই। কাজের চাপে অন্যের জন্য সময় বের করতে আজকাল অনেকেই হিমশিম খায়। তারপরও কলিগ, বন্ধুদের আড্ডাতে ঠিকই সময় বের করে আমরা যেতে চেষ্টা করি। সেই ব্যস্ত সময় থেকে মায়ের জন্য অন্তত প্রতিদিন কিছু না কিছু সময় হলেও রাখুন। আপনার হয়তো মনে হতে পারে মায়ের সঙ্গে তো প্রতিদিন দেখা বা কথা হয়ই। তাহলে সময় তো দিচ্ছিই। কিন্তু প্রতিদিনের এই কথা, দেখাকে কোয়ালিটি টাইম বলে না। ২৪ ঘণ্টার মধ্যে অনন্ত ১০ মিনিট মায়ের সঙ্গে চা খেতে খেতে বা বসে গল্প করুন। বয়স যত হয় মানুষ মানসিকভাবে নিজেকে একা ভাবতে শুরু করে। মাকে প্রতিদিন এই সময়টা দিন, মা নিজেকে একা ভাববে না। আর এই সময়টা দেওয়া শুরু হোক মা দিবসের দিন থেকে।

 

বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া : সংসার, সন্তানের প্রতি ভালোবাসা আর দায়িত্বের কারণে মায়েরা সেভাবে কোথাও ঘুরতে যেতে পারে না। মাকে নিয়ে তাই ঘুরে আসতে পারেন কোনো দর্শনীয় স্থান বা প্রকৃতির কাছ থেকে। মাকেও জিজ্ঞেস করুন সে কি দেখতে চায়, কোথায় গেলে তার ভালো লাগবে। প্রকৃতি মানুষের মনকে উজ্জীবিত করে। মায়েরা সংসার ও সন্তানদের নিয়ে সব সময় নানা চিন্তায় ডুবে থাকে। যা মানসিক ও শারীরিক অনেক সমস্যার পিছনের কারণ। তাই মাকে নিয়ে ঘুরে আসুন।

 

মায়ের বন্ধুবান্ধব : মা দিবসে মায়ের বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করতে পারেন। মা ভীষন অবাক হবে। প্রতিটি মানুষের জীবনে বন্ধুত্বের জায়গাটা অন্যরকম। কিন্তু আমাদের সমাজে বিয়ের পর চাইলেও অনেক ক্ষেত্রে যাদের সঙ্গে বেড়ে উঠা, পড়াশুনা করা তাদের সঙ্গেই আর যোগাযোগ করা হয় না। মায়ের মুখে শোনা ছোটবেলার বন্ধুবান্ধবের গল্প আমরা কম বেশি সবাই শুনেছি। তখন খেয়াল করেছেন সেইসব দিনের কথা বলতে বলতে মা কেমন আনমনা হয়ে দ্বীর্ঘশ্বাস ফেলছে। বর্তমানে মায়ের যাদের সঙ্গে যোগাযোগ আছে বা নেই, এমন মানুদের একত্রিত করার একটা প্রয়াস করে দেখুন। মায়ের মুখে পুরোনো স্মৃতিতে থাকা মানুষদের দেখে যে অশ্রুসজল হাসি দেখবেন তা অতুলনীয়।

 

ছবি : মায়ের ছোটবেলার কোনো ছবি সংগ্রহ করে বাঁধাই করে দিতে পারেন। ইচ্ছে হলে আপনার আর মায়ের ছোটবেলার ছবি একই ফ্রেমে বা পাশাপাশি ফ্রেমে বাঁধাই করে দিন। নিজেকে আর প্রিয় সন্তানকে ছোটবেলার রুপে দেখে মায়ের অনেক স্মৃতি মনে পড়ে যদি দু এক ফোটা জল পড়ে ভয় পাবেন না। কিছু জল আনন্দ আর স্মৃতিকে নতুন রূপে দেখেও বের হয়।

 

মায়ের তুলনা শুধুই মা। শুধু দিবস না, মায়ের জন্য সন্তানের ভালোবাসা থাকুক প্রতিদিন, প্রতিক্ষণের, এটাই সবার কাম্য। কিন্তু মা দিবসকে সামনে রেখে মাকে চমকে দিতেই পারেন। তাকে অনুভব করতে দিন হাজার ব্যস্ততায়ও আপনি তার কাছে সেই ছোট্ট-বেলার বাবু সোনাই আছেন ।