নওগাঁয় সাড়ে ৪শত পরিবারকে খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার সাড়ে ৪শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাস উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জার্মান ভিত্তিক দাতা সংস্থা হেলফেন-এর অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রানী’র সহযোগিতায় সোস্যাল এইড রমজান মাস উপলক্ষে এ সাড়ে ৪শত দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সোস্যাল এইড-এর প্রজেক্ট কো-অডিনেটর আবির হোসাইন, ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনেশন অফিসার বায়েজিদ আহমেদ, রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রমুখ।
প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।