ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৭:৪৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মচমচে ফুলকো বেগুনি

ফিচার ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৩ এএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

ইফতারিতে মোটামুটি সবার বাসায় বেগুনি বানানো হয়। বলতে গেলে সবাই বেগুনি বানাতে পারে। কিন্তু সবার বেগুনি মচমচে ও ফুলকো হয় না। তাই আজকে আপনাদের জন্য থাকছে মচমচে বেগুনির রেসিপি। চলুন দেখি, কীভাবে বানাবেন মচমচে ফুলকো বেগুনি।

উপকরণ

১. বেসন এক কাপ

২. চালের গুঁড়া কোয়ার্টার কাপ

৩. বেগুন দুটি

৪. মরিচ গুঁড়া আধা চা চামচ

৫. হলুদ গুঁড়া আধা চা চামচ

৬. আদা-রসুন বাটা আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. তেল (ভাজার জন্য)

প্রস্তুত প্রণালি

বেগুন পাতলা করে কেটে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো ব্যাটার তৈরি করুন। চুলার আঁচ মাঝারি রেখে প্যানে তেল গরম করে নিন। এবার ব্যাটারে বেগুনগুলো চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে ফুলকো বেগুনি।