ঢাকা, শুক্রবার ১৫, নভেম্বর ২০২৪ ১৬:২৬:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইফতারে হোক খেজুরের শরবত 

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত হলে প্রাণ জুড়িয়ে যায়। তবে সেই শরবত হতে হবে স্বাস্থ্যকর। বাইরে থেকে কেনা কেমিক্যালযুক্ত শরবত খাওয়ার বদলে বাড়িতে তৈরি করে নিন স্বাস্থ্যকর শরবত। খেজুর তো সাধারণত ইফতারে খাওয়া হয়। চাইলে তৈরি করতে পারেন এই খেজুরের শরবতও। আজ চলুন জেনে নেওয়া যাক ইফতারের জন্য খেজুরের শরবত তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

নরম খেজুর- আধা কাপ

জ্বাল দেওয়া ঘন দুধ- ১ কাপ

বাদাম কুচি- ১ চা চামচ


কিশমিশ- ১ চা চামচ

চিনি- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন

খেজুর ভালো করে ধুয়ে নিন। এবার খেজুরের বীজ ফেলে টুকরা করে নিন। টুকরাগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।