কারাগারে খালেদা জিয়ার প্রথম ইফতার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৩১ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৩০ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
নাজিমউদ্দিন রোড়ের কেন্দ্রীয় কারাগারে এ বছর রমজানের প্রথম ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা বেগমকে। কারাগারে তৈরি করা ইফতারই খেয়েছেন তিনি। ইফতারে বুট-পেয়াজু, মুড়ি, খুরমা ও শরবতের পাশপাশি কিছু ফলও ছিল। আজ শুক্রবার কারাগারের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজায় খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোড়ের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। আদালতের আদেশে তার সঙ্গে রয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগম।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, আজকে রমজানের প্রথম দিন ম্যাডামের পরিবারের সদস্যরা দেখা করার কোনো অনুমতি পাননি। ফলে পরিবারের সদস্যরা দেখা করতে যেতে পারেননি।
এদিকে আজ বিকেলে ৩টার দিকে খালেদা জিয়ার জন্য তৈরি ইফতার নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কারাগারের ফটকে যান। কিন্তু ইফতার সামগ্রি গ্রহণ না করে তাদেরনারী পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়। কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ইফতার সামগ্রি গ্রহণ করার সুযোগ নেই বলে কারা কর্মকর্তারা নারী নেত্রীদের জানান।
অন্যদিকে প্রতিবছর রাজধানীর ইস্কটন লেডিস ক্লাবে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের পাশে বসিয়ে রমজানের প্রথম ইফতার করতেন খালেদা জিয়া। এবার কারাগারে বন্দী থাকায় এই ইফতার অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও আজ মঞ্চে এতিমদের পাশে খালেদা জিয়ার আসন শূন্য রাখা হয়।
খালেদা জিয়ার পক্ষ থেকে এতিম শিক্ষার্থীসহ ওলামা-মাশায়েখদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
।