সুদানে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০০
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৩ এএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
সুদানে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-র মধ্যে তিনদিন ধরে ক্ষমতার জন্য সংঘর্ষ চলছে। দু’পক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত কমপক্ষে ২০০ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮০০ জন।
নিউইয়র্কে সাংবাদিকদের সাথে ভিডিওতে কথা বলার সময় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেস জানান, ‘যুদ্ধরত দুই পক্ষের অবস্থা দেখে মনে হচ্ছে না তারা শান্তির জন্য মধ্যস্থতা চায়।’
এদিকে সোমবার, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও সুদানের যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধ সুদানের জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে সতর্ক করেন তিনি।
এ ছাড়া সোমবার সুদানে দুই বাহিনীর সংঘাতে নিন্দা জানিয়ে অবিলম্বে শর্ত ছাড়াই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।
সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয়। সংঘাতের কেন্দ্রে রয়েছে শীর্ষ দুই জেনারেল এবং সবশেষ এই সংঘর্ষের জন্য তাদের নেতৃত্বাধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করছে।