ঢাকা, শুক্রবার ২৭, ডিসেম্বর ২০২৪ ৮:৫৪:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেষ সময়েও ঈদ বাজার ক্রেতাশূন্য

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল ফিতর দোরগোড়ায়। কিন্তু ক্রেতার দেখা নেই রাজধানীর মার্কেটগুলোতে। ক্রেতাশূন্য মার্কেটে হতাশায় দিন গুনছেন ব্যবসায়িরা। ঈদ বাজার নিয়ে চরম অসন্তুষ্ট বিক্রেতারা। বলছেন গেলো কয়েক বছরের তুলনায় এবারে বিক্রি অনেকটাই কম। এদিকে ক্রেতাদের দাবি, এবার সব পণ্যের দাম বাড়তি। কেনার উপায় নেই।  

ঈদের আর মাত্র কদিন বাকী থাকলেও চিরচেনা সেই জমজমাট ক্রেতা সমাগম নেই মার্কেটে। যারাও আসছেন, কিনছেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। শাড়ির বাজার একেবারেই ক্রেতাশূন্য। 

ক্রেতারা বলছেন, দেশি কিংবা বিদেশি সব ধরনের পণ্যের দাম এবার অনেক চড়া।

একজন বিক্রেতা বলেন, কিনতে এসেছি, তবে সব জিনিসের দামই আগের বছরের চেয়ে অনেক বেশি।

বিক্রেতারা বলছেন, এখন পর্যন্ত বিক্রি কম। তবে চাঁদ রাত পর্যন্ত বিক্রি বাড়ার আশায় আছেন তারা। তারা বলছেন, এবারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রচণ্ড গরমের কারণে মার্কেটে ক্রেতার ভিড় নেই।

একজন বিক্রেতা বলেন, এবারে শুরু থেকেই ভিড় কম। তার ওপর এখন যে গরম, মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে শাড়ির বাজারের বিক্রেতাদের কণ্ঠে শুধুই হতাশা। তারা বলছেন, আগে যেই ক্রেতা পাঁচ থেকে ছয়টা শাড়ি কিনতেন তারাই এখন একটা শাড়ি কিনে ঘরে ফিরছেন। 

একজন শাড়ি বিক্রেতা বলেন, নারীরা শাড়ি পরা কমিয়ে দিয়েছে, তা না হলে শাড়ির বাজারে বিক্রি এতোটা কমবে কেনো! 

তবে জুতা স্যান্ডেলের বাজার ক্রেতার দেখা মিলেছে। বিক্রেতারা বলছেন, রোজার শুরু থেকে এখন পর্যন্ত বিক্রি ভালো হচ্ছে।