ফাঁকা হচ্ছে রাজধানী, মহাসড়কে বাড়ছে ভিড়
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সড়ক, ট্রেন ও লঞ্চ পথে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এতে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর অফিস এলাকাগুলোয় যানবাহনের চাপ কম লক্ষ্য করা গেছে। তবে বিভিন্ন টার্মিনালে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
এদিকে আজ সরকারি অফিসে শেষ কার্যদিবস। অনেকেই অগ্রিম ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। এবার ঈদের ছুটি পাঁচ দিন, রোজা যদি ৩০টি হয়, তবে ছুটি আরও একদিন বাড়বে।
বিকেল থেকে রাজধানীর টার্মিনাল এলাকাগুলোয় ভিড় বেড়েছে। সকালে যেসব বাস রাজধানী থেকে বেরিয়ে যায়, সে সময় কিছুটা যানজট দেখা দেয়। আবার যে বাসগুলো বিভিন্ন অঞ্চল থেকে এসে ঢাকা ঢুকছে সেগুলোকে জায়গা দিতে গিয়েও কিছু সময় যানজট ছিল। বিশেষ করে মহাখালী ও গাবতলী এলাকায় এ পরিস্থিতি বেশি দেখা গেছে।
গুলশান বিভাগের মহাখালী জোটের ট্রাফিক কর্মকর্তা (টিআই) মো. মাসুদ রহমান গণমাধ্যমকে বলেন, সকাল থেকে রাজধানীর মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঢাকাও ফাঁকা হতে শুরু করেছে। আগামী কয়েকদিন আরও চাপ বাড়বে। কারণ গার্মেন্টস এখনো ছুটি হয়নি। চাপ যতটুকু হবে সেটি টার্মিনাল কেন্দ্রিক।