ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ০:৩৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের ছুটিতে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে ঢাক-ময়মনসিংহ মহাসড়কে। এতে যাত্রী, পরিবহন শ্রমিক ও এলাকাবাসীকে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে গাজীপুরের বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। 

সরেজমিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, চান্দনা চৌরাস্তা, ভোগড়া চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, হোসেন মার্কেট, টঙ্গীর চেরাগআলী মার্কেট, স্টেশন রোড ও টঙ্গী বাজার এলাকায় থেমে থেমে গাড়ি চলছে।
ভোর থেকে ঈদে ঘরমুখো মানুষ ভিড় করতে শুরু করেন। সেখানে যাত্রীবাহী বাসগুলো তাদের ইচ্ছেমতো থামিয়ে যাত্রী ওঠানামা করে। এ কারণে পেছনের দিকের গাড়িগুলো তাদের স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে যানবাহনের সারি লম্বা হয়ে যায়, থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ময়মনসিংহমুখী দুই লেনে ছাড়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বাভাবিকভাবেই যানবাহন পার হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।