লালমনিরহাটে ট্রেন লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লালমনিরহাটের মহেন্দ্রনগরে লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে ওই লালমনিরহাট জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে লালমনিরহাট-ঢাকা রেল পথের মহেন্দ্রনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে বাংলাদেশ রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা-১ মোঃ ফারুকুল ইসলাম নিশ্চিত করেছেন।
ফারুকুল ইসলাম জানান, লালমনিরহাট কমিউটার-৩ নামে ট্রেনটি দির্ঘদিন থেকে লালমনিরহাটের-কুড়িগ্রাম চলে আসছে। লাইনচ্যুত হওয়ায় ট্রেনটি এই মুহূর্তে মহেন্দ্রনগর রেলষ্টেশনে রেল লাইন থেকে ছিটকে আটকে আছে। ফলে এই জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। ইতোমধ্যে লালমনিরহাট থেকে উদ্ধারকার দল পাঠানো হয়েছে। যেহেতু মেইন লাইনে ট্রেনটি লাইনচুত্য হয়েছে তাই ঢাকা লালমনিরহাট মূল রেলপথের সমস্ত ট্রেন চলাচল বন্ধ আছে।
তিনি আরো বলেন, কি কারনে ট্রেনটি লাইনচ্যুত হলো তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের দেওয়া তদন্ত রিপোর্ট পেলেই জানা যাবে কেন ট্রেন লাইনচয়ুত হয়েছে।