লালমরিরহাটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:১০ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলওয়ে ষ্টেশনের কাছে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যূ হয়েছে। এতে করে প্রায় ৭ ঘন্টা সারা দেশের সাথে রেলওয়ে যোগাযোগ বন্ধ । সন্ধ্যার পর পুনরায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে করে লালমনিরহাট রেলওয়ে বিভাগী ষ্টেশন হতে বিভিন্ন রুটে ৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত ছিল। পদ্মরাগ সিটি ট্রেনটি তিস্তা রেলওয়ে ষ্টেশন হতে পুনরায় ফেরত গেছে। এই ঘটনায় সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ সারাদিন বন্ধ ছিল। গরমে ৪টি ট্রেনের যাত্রীদের নাকাখ হতে হয়েছে। ঈদের সময় এই দূর্ঘটনাটির কারণে অনেক যাত্রী সঠিক সময়ে গন্তব্যে পৌচ্ছাতে পারেনি।
জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় রেলওয়ে ষ্টেশনের মহেন্দ্রনগর রেলওয়ে ষ্টেশনে রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনের সর্বশেষ পিছনের বগিটি রেললাইন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় প্রায় ৭ ঘন্টা এই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ষ্টেশনটিতে বিকল্প রেলওয়ে ক্রসিং রেললাইন না থাকায় বিপাকে পড়তে হয়ে ছিল ট্রেন যাত্রীদের । পরে লাইনচ্যূত হওয়া কোর্চটি দূর্ঘটনা স্থলে রেখে অন্য যাত্রীবাহী কোর্চ গুলো নিয়ে বাকি ট্রেন দুই ঘন্টা পর লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনে পৌছায়। দূর্ঘটনাস্থলে রেললাইনটি দূর্ঘটায় কবলিত ট্রেনটি দিয়ে ব্লক করে রাখায় সারাদিনে কোন ট্রেন চলাচল করতে পারেনি। ফলে সারাদেশের সঙ্গে বন্ধ হয়ে পড়ে রেল যোগাযোগ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে এই ট্রেন দুর্ঘটনা ঘটনায় কেউ হতাহত হয়নি। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম গণমাধ্যমে কে জানান, দূর্ঘটনা স্থলে রিলিফ ট্রেন কাজ করছে সন্ধ্যায় ৬ টার পর হতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এই ট্রেন দূর্ঘটনার কারণে লালমনিরহাট হতে ৩টি ট্রেন বিভিন্ন রুটে চলাচল করতে পারেনি। এমন কী পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট ষ্টেশনে আসতে পারেনি। পদ্মরাগ ট্রেনটিকে তিস্তা রেলওয়ে ষ্টেশন হতে পুনরায় ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার লালমনি কমিউটার-তিন যাত্রীবাহী ট্রেনটি রংপুর স্টেশন হতে সকাল ১১টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের নিকটে এলে যাত্রীবাহী ট্রেনটির ১টি বগি বা কোর্চ লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় কোন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রেললাইন বাঁকা হয়ে যায় ও ট্রেনের কোর্চের দরজা ভেঙে যায়।