অবশেষে স্বস্তির বৃষ্টি, সিক্ত রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হল রাজধানীবাসী দেশের বিভিন্ন স্থান। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীতে বৃষ্টি শুরু হয়।
এসময় সড়কে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা ভিজতে শুরু করেছে। ভিজতে শুরু করেছে ধুলোয় জমা সড়ক। যদিও কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টি হবে বলে জানাচ্ছিল আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদা'র নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বেলা ১২টা ৩১ মিনিটে খুতবা শুরু করেন খতিব মুফতি রুহুল আমীন। খুতবার আগে আলোচনায় বৃষ্টি কামনা, অগ্নিকাণ্ড থেকে মুক্তি ও সতর্ক দৃষ্টি রাখা, বিদ্যুৎ ও পানির অপচয় রোধসহ জাতীয় সম্পদ রক্ষায় বিশেষ গুরত্ব দেয়া হয়।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল দেশের ৬ বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।
দাবদাহের পর গত ১৭ এপ্রিল সিলেটে প্রথম স্বস্তির বৃষ্টির দেখা মেলে। এরপর হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু। এতে জনজীবনে স্বস্তি ফেরে।