ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ০:৪০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের ছুটি শেষে ট্রেনে স্বস্তিতে ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের ছুটি শেষে গতকাল সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ঈদের চতুর্থ দিনে অনেকেই ফিরছেন ঢাকায়। রাজধানীর কমলাপুরে দেশের বিভিন্ন এলাকা থেকে সকাল ১০টা নাগাদ ১৫টি ট্রেন পৌঁছেছে। এসব ট্রেনে চড়ে যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরছেন চিরচেনা নগরীতে।

মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

ছুটি শেষ হওয়ায় রোববার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা সোমবার সকালেও ট্রেন বাস লঞ্চে ঢাকায় ফিরতে দেখা গেছে অনেককে। প্রতি ট্রেনেই আছে যাত্রীর চাপ। আবার মহাসড়কেও চলাচলের অনুমতি থাকায় অনেকে মোটরসাইকেল নিয়েও ফিরছেন। সোমবার ভোট থেকে কমলাপুর স্টেশন দেখা যায় দেশের নানা প্রান্ত থেকে ঈদ উদযাপন শেষে তারা ফিরছেন কর্মস্থলে। কেউ পরিবার নিয়ে ফিরছেন কেউ আবার অফিসের তারা থাকায় পরিবার রেখে এসেছেন একাই।

এবারই প্রথম ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে দেয়া হয়। ঈদযাত্রা ও ফেরার অগ্রিম টিকিট অনলাইনেই কেটেছেন যাত্রীরা। ঈদের ছুটি শেষে যেসব যাত্রীরা টিকিট কাটতে পেরেছেন তারা অনেকটা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন। নির্ধারিত সময়ে এসব ট্রেন ছেড়ে আসছে। তবে কমলাপুরে পৌঁছাতে ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বিলম্ব হচ্ছে কোনো কোনো ট্রেন। সকাল ১০টা নাগাদ ৯টি আন্তঃনগর ও ৬টি কমিউটারসহ মোট ১৫টি ট্রেন পৌঁছেছে কমলাপুরে।

অগ্নিবীণা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, টিকিট আগেই অনলাইনে পেয়েছি। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়েছে। অনেকটা স্বস্তি নিয়েই ট্রেনে ঢাকায় ফিরেছি।

আরেক যাত্রী বলেন, ঈদে আগে ট্রেনে যে ভোগান্তি থাকতো এবার সেটা পাওয়া যায়নি। অনলাইনে যারা টিকিট পেয়েছেন তারাই ট্রেনে আসতে পারছেন। যদিও ঈদে বাড়ি যাওয়ার সময় শেষ দিনে মানুষের চাপে ছাদে উঠেও মানুষ বাড়ি ফিরেছেন। যাত্রীর চাপ অনুযায়ী ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত।

পারুল আক্তার নামে এক নারী বলেন, দেশের বাড়িতে ঈদ করলাম। ঈদের ছুটি শেষে আবার ঢাকায় ফিরলাম। ট্রেনে এবার তেমন ভোগান্তি হয়নি।

এদিকে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, এবার ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। সামনে আরও কীভাবে ট্রেনযাত্রা সহজ করা যায় আমরা সে চেষ্টা করবো। আজও ৫৪ জোড়া ট্রেন চলাচল করছে। যাত্রীরা নিরাপদে ঢাকায় ফিরছেন।