ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ২২:৩৯:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে কালবৈশাখী: বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের আকাশ কালো করে কালবৈশাখীর ঝড় শুরু হয়। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মুর্শিদাবাদ, হাওড়া ও মেদিনীপুর জেলায় তিনজন করে, বর্ধমান জেলায় চারজন ও উত্তর ২৪ পরগনা জেলায় দুজনের মৃত্যু হয়েছে।

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।

এদিকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় দু’জন করে এবং যশোর, ঝিনাইদহ, রাজবাড়ী ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

নিহতরা হলেন, শ্যামপুর গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) এবং শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২), কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৪), যশোরের শার্শায় কামরুল ইসলাম (৩৫), চৌগাছা পৌর শহরের তারিনিবাস এলাকার সাগর কুমার বিশ্বাস (২৪), ঝিনাইদহ সদরের সুজন মীর (৩১), মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের শাহাবুদ্দিন (৩৭)।