ঢাকা, রবিবার ২৯, ডিসেম্বর ২০২৪ ৬:৫৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বন্ধ হয়ে যাচ্ছে ৩১৯ বছরের পত্রিকার প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রিয়ার ৩১৯ বছরের পুরনো পত্রিকা উইনার জেইতুংয়ের (ভিয়েনা টাইমস) দৈনিক প্রিন্ট সংস্করণ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এরপর পত্রিকাটি পুরোপুরি অনলাইন ভার্সনে চলবে।

বৃহস্পতিবার দেশটির সংসদে এক ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এক প্রতিবেদনে ওয়াশিংটন টাইমস জানিয়েছে, হ্যাবসবার্গ সম্রাটদের অফিসিয়াল মুখপত্র হিসাবে ১৭০৩ সালে পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়েছিল। সে বছরের ৮ই আগস্ট পত্রিকাটির প্রথম সংখ্যা ছাপা হয়। সেসময় পত্রিকাটির নাম ছিল উইনারিশেস ডায়েরিয়াম।

১৭৮০ সালে পত্রিকাটির নাম দেওয়া হয় উইনার জেইতুং। এরপর ১৮৫৭ সালে পত্রিকাটির মালিকানা অস্ট্রিয়ার কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, আগামী ১ জুলাই থেকে পত্রিকাটির দৈনিক ছাপানো বন্ধ হয়ে যাবে। যদিও তহবিলের উপর নির্ভর করে প্রতি বছর কমপক্ষে দশটি মুদ্রিত কাগজ থাকবে। আর সম্পূর্ণভাবে অনলাইনে চালানো হবে পত্রিকাটি।