ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১:৫৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন শুরু

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৩ মে ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে। গত রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের কাছ থেকে আগামী ১০ মে, বুধবার বিকাল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের আবেদনের ফরম/ছক বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট ww w.bfcb.gov.bd থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। 

আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট চলচ্চিত্রের ২ কপি ডিভিডি/পেনড্রাইভে জমা দিতে হবে। পুরস্কারের জন্য প্রস্তাবিত শিল্পী/কলাকুশলী/ ব্যক্তিদের প্রত্যেকের ৪ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ জীবনবৃত্তান্ত (বাংলা), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি/পাসপোর্টের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)/শিশুশিল্পীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।