ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২০:৩৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অবশেষে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৬ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ৪২ মিনিটের চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়। পরে অপেক্ষারত ট্রেনগুলো ছাড়তে শুরু করে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন ঘোরানোর সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছায়। এরপর তাদের ৪২ মিনিটের চেষ্টায় সোয়া ৮টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, ট্রেনটি দূরে থাকায় রিলিজ ট্রেনটি আসতে দেরি হয়। তবে আসার সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দ্রুত লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করলে অপেক্ষারত ট্রেনগুলো ছাড়তে শুরু করে।