ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২০:৩৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রিকশাচালককে বেদম পেটালেন নারী আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১১ পিএম, ৮ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বয়স্ক এক রিকশাচালককে চর-থাপ্পর-কিলঘুষি এমনকি জুতাপেটা করে ছাড়লেন আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী। 

রোববার দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হন।

অবশ্য ওই আইনজীবীর দাবি তিনি যা করেছেন সঠিক কাজটি করেছেন। তিনি গুরুতর জখম হয়ে যশোর সিএমএইচে ভর্তি আছেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোবাইল ফোনে একথা জানান।

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।

ঘটনার সময় এক পথচারীর তোলা ছবিতে দেখা গেছে কালো গাউন পরিহিত ওই আইনজীবী রিকশা চালককে চড় থাপ্পড়ন মারছেন এবং লাল গেঞ্জি পরিহিত এক যুবক ওই রিকশা চালককে রক্ষা করার চেষ্টা করছে। এক পথচারী জানান ওই আইনজীবী জুতাপেটাও করেছেন বয়োজ্যেষ্ঠ ওই রিকশাচালককে। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী লাগাতারভাবে রিকশাচালককে চড়থাপ্পড় মেরে যাচ্ছিলেন। একপর্যায়ে এক পথচারী এক নারী এগিয়ে এসেও প্রতিবাদ করলে খ্যান্ত হন নারী আইনজীবী। 

এ বিষয়ে সাংবাদিকরা ফোনে তার সাথে যোগাযোগ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারেন। এ সময় তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচে আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। মঙ্গলবার সমিতির সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। একইসাথে আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।