ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৯:৪৩:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিডিও কলের সুবিধা আনছে টুইটার

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিগগিরই ব্যবহারকারীদের জন্য অডিও-ভিডিও কলের সুবিধা আনছে টুইটার। পাশাপাশি এনক্রিপ্টেড আকারে মেসেজ আদান-প্রদানের সুবিধা চালু করা হচ্ছে।

বুধবার (১০ মে) থেকে পর্যায়ক্রমে এই সুবিধা উন্মুক্ত হবে বলে এক টুইট পোস্টে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

তিনি জানান, টুইটারে অডিও-ভিডিও কল চালু হওয়ার ফলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলতে পারবেন। এ ছাড়া প্রাথমিকভাবে টুইটারের ডিরেক্ট মেসেজে এনক্রিপ্টেড সুবিধা পাওয়া যাবে।

তবে টুইটারের ফ্রি এবং প্রিমিয়াম সব ব্যবহারকারী এসব সুবিধা পাবেন কি না, সেটি স্পষ্ট করেননি ইলন মাস্ক।

এদিকে টুইটারে অডিও-ভিডিও কল–সুবিধা চালু হলে এটির জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : গ্যাজেটস নাউ