ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১৬:৩৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী-শিশুদের জন্য দিল্লিতে তৈরি হচ্ছে ‘পিঙ্ক পার্ক’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিল্লির রাজধানীতে তৈরি হতে চলেছে ‘পিঙ্ক পার্ক’ নামে ২৫০টি নতুন উদ্যান। তবে এই পার্কের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই পিঙ্ক পার্কে প্রবেশ করার অধিকার নেই পুরুষদের। ১০ বছরে কম বয়সি শিশু এবং মহিলারাই মূলত পার্কগুলিতে প্রবেশ করতে পারবেন। নারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ দিল্লি পৌরসভা।

দিল্লির রাজধানীর বিভিন্ন জায়গায় পার্ক তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বেশ কয়েকটি পার্কের কাজ প্রায় শেষের পথে। দিল্লি পৌরসভার ওয়ার্ড সংখ্যা ২৫০টি। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক থাকবে। পার্কগুলিতে সিসিটিভি থেকে ব্যায়াম করায় যন্ত্রপাতি, শৌচালয় সহ একাধিক সুযোগ-সুবিধা থাকতে চলেছে। গোটা পার্কে দেওয়াল হবে গোলাপি রঙের। দেওয়ালগুলি চিত্রিত করা হবে। মহিলারা যাতে নিশ্চিন্ত ভাবে এই পার্ক ব্যবহার করতে পারেন, সেই উদ্দেশ্যেই তৈরি হচ্ছে পার্ক।

রাজধানীতে এমনিতে পার্কের সংখ্যা কম নয়। কিন্ত সেগুলি শুধুমাত্র নারীদের জন্য নয়। সেখানে নানা রকম সুবিধা থাকা সত্ত্বেও নারীরা সে সবে স্বচ্ছন্দ নন। তাই নারীদের কথা মাথায় রেখেই এই ধরনের পার্ক করার পরিকল্পনা করা হয়ছে। সম্প্রতি একটি মডেল পার্কের উদ্বোধন হয়েছে , যা তৈরি করতে খরচ হয়েছে ২৫ লাখ টাকা। সূত্র: আনন্দবাজার